Post Image

গ্রামের প্রবেশ পথে দৃষ্টিনন্দন গেট নির্মাণ কাজের উদ্বোধন

প্রকাশিত: শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

শুক্রবার সকাল ৯:৩০ টায় গামড়া আদর্শ গ্রামের নাম ফলকযুক্ত একটি দৃষ্টিনন্দন গেট নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
‘গামড়া আলোকপথ ইয়ুথ ফোরাম’ এর উদ্যোগে অত্র গ্রামের সকল শ্রেণি পেশার মানুষের সাথে পরামর্শক্রমে গেট নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাঝিহট্ট ইউপির ৮নং ওয়ার্ডের সদস্য আব্দুর রহিম ধলু, এনামুল হক মাসুম, গোলাম মোস্তফা, মজনু বারী, গোলাম রাব্বী, আব্দুল আলিম, এমদাদুল হক রাজু, আব্দুর রহমান, আব্দুল হামিদ প্রাং, বজলার রহমান আকন্দ, ছাইফুল ইসলাম, ওয়াহেদ আকন্দ, আব্দুল বারী, মোঃ জালাল (ভোটো), আব্দুল হাই হাকিম, উজ্জ্বল সাকিদার সহ উপস্থিত ছিলেন গ্রামের অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধন শেষে দু'আ ও উপস্থিত জনতার মাঝে মিষ্টি বিতরণ করা হয়।